Home

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অবস্থান ময়মনসিংহ শহর থেকে বেশ দূরে থাকায় এবং ময়মনসিংহ শহরে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার বিদ্যমান সুযোগ-সুবিধা অপর্যাপ্ত থাকার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের ও বিশ্ববিদ্যালয় সংলগ্ন স্থানীয় বাসিন্দাদের (সন্তান-সন্ততিদের)মাধ্যমিক শিক্ষার সুযোগ সৃষ্টির লক্ষ্যে ১৯৭১ সনে বিশ্ববিদ্যালয় চত্বরে কৃষি বিশ্ববিদ্যালয় হাইস্কুল (কে. বি. হাই স্কুল) প্রতিষ্ঠা করা হয়। ১৯৭৩ সনে স্কুলটি ঢাকা শিক্ষাবোর্ড কর্তৃক স্বীকৃতি লাভ করে। মনোরম পরিবেশে পর্যাপ্ত সুযোগ-সুবিধা এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক তত্তাবধানের কারনে প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রতিষ্ঠানটি অত্যন্ত সুনামের সাথে মাধ্যমিক শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে।
এস.এস.সি, জেেএস.সি ও প্রাথমিক সমাপনী পরীক্ষায় স্কুলটি ঈর্ষনীয় ফলাফল করে আসছে। এছাড়া সহ-শিক্ষা কর্মকান্ডেও স্কুলটির সাফল্য অতুলনীয়। স্কুলের শিক্ষক-কর্মচারী-ছাত্র-ছাত্রী ও সম্মানীত অভিভাবকবৃন্দ এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সার্বিক সহযোগিতা ও তত্তাবধানে এ প্রতিষ্ঠানটি দেশের অন্যতম একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে সর্ব মহলে সমাদৃত হয়ে আসছে।