About School
এক নজরে বিদ্যালয়ের বৈশিষ্ট্য:
- বিশ্ববিদ্যালয়ের মনোরম পরিবেশঘেরা ক্যাম্পাসে ১৯৭১ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত।
- সংস্থার প্রধান হিসাবে মাননীয় ভাইস-চ্যান্সেলর/তাঁর কর্তৃক মনোনীত সভাপতির মাধ্যমে ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত বিশেষ ধরনের ম্যানেজিং কমিটি দ্বারা বিদ্যালয় পরিচালিত।
- বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী/শিক্ষক/কর্মকর্তা/কর্মচারী বিশ্ববিদ্যালয়ের প্রদেয় সুবিধাদি প্রাপ্য।
- বিশ্ববিদ্যালয়ের জাতীয় দিবস উদজাপন কমিটি কর্তৃক অনুমোদিত অনুষ্ঠানে অংশগ্রহন ও প্রদেয় সুবিধাদি প্রাপ্য।
- বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর, সম্মানিত শিক্ষক/কর্মকর্তা/কর্মচারীদের সঙ্গে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক যোগাযোগের সুযোগ।
- ব্যাপক আনুষ্ঠানিকতায় “স্কুল সপ্তাহ()” উদযাপন।
একাডেমিক উল্লেখযোগ্য কার্যক্রম - ১ জানুয়ারিতেই উৎসব মুখর পরিবেশে সরকারি বই বিতরণ।
- ১ জানুয়ারি থেকেই শ্রেণীকক্ষে রুটিন মাফিক পাঠদান শুরু।
- টিউটোরিয়াল,অর্ধ-বার্ষিক ও বার্ষিক পরীক্ষার পাশাপাশি ক্লাস টেস্ট গ্রহণ।
- প্রথামিক, জে.এস.সি. ও এস.এস.সি. চূড়ান্ত পরীক্ষায় ভালো ফলাফল করার লক্ষে স্পেশাল ক্লাস ও মডেল টেস্ট গ্রহণ করা।
- প্রতিবন্ধী ও দুর্বল ছাত্র/ছাত্রীদের প্রতি বিশেষ যত্ন নেওয়া।
- দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের বেতন মওকুফ, উপবৃত্তি ও বিশেষ ক্ষেত্রে আর্থিক সহায়তা করা হয়।
- সরকারী নির্দেশনা অনুসারে জাতীয় দিবস সমূহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাথে সম্মিলিত ভাবে এবং পাশাপাশি স্কুলেও অনুষ্ঠান উদযাপন করা হয়।
- মল্টিমিডিযা ক্লাস রুম ব্যবহার ও ক্লাশ কনটেন্ট ব্যবহা।
- ব্যাপক পর্যায়ে সহ-শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ (খেলাধুলা,বিতর্ক, নাটক, বিজ্ঞান মেলা, চিত্রাংকন,বার্ষিক,মিলাদ ও অন্যান্য সাংস্কৃতিক কার্যক্রম)
- সি.সি. ক্যামেরার মাধ্যমে শ্রেণি কার্যক্রম ও সার্বিক ব্যবস্থাপনা ও তদারকি।
- স্কাউট জাম্বুরী,গণিত অলিম্পিয়াড, My Study (Powerd by Grameen Phone & Prothom Alo) এর কার্যক্রম,মেজনিন (ব্র্যাকের উদ্যেগে) মাদক নিরসন,দূর্নীতি দমন কার্যক্রমসহ বিভিন্ন সামাজিক উন্নয়ন বিষয়ক কর্মকান্ড পরিচালিত হয়।
- স্কুলের উপস্থিতি ও যাওয়ার বিষয় নিশ্চিত হওয়ার জন্য আঙ্গুলের ছাপ ব্যবহার।
- স্কুলের নিজস্ব ওয়েব সাইট www.kbhsmym.edu.bd ব্যবহার এবং সকল বিষয়াদির অনলাইন এর ব্যবহার।
পরীক্ষার ফলাফল নির্ধারনের পদ্ধতি - অর্ধ বার্ষিক ও বার্ষিক পরীক্ষার পূর্বে সকল বিষয়ে টিউটোরিয়াল পরীক্ষা নেয়া হয় এবং তা ফলাফলের সাথে যোগ করা হ। প্রত্যেক পরীক্ষার পূর্বে প্রয়োজন িসংখ্যক ক্লাস টেস্ট গহ্রণ করা হয়।
- অধ-বার্ষিক পরীক্ষার বিষয় ওয়ারী প্রাপ্ত নম্বরের – ৫০%
- বার্ষিক পরীক্ষার বিষয় ওয়ারী প্রাপ্ত নম্বরের- ৫০%
- যোগ করে প্রতিটি বিষয়ে মোট প্রাপ্ত নম্বর গণনা করা হবে এবং সর্বমেপা প্রাপ্ত নম্বর ও GPA-এর ভিত্তিতে মেধা তালিকা ও ফলাফল প্রকাশ করা হয়।
- ফলাফল কম্পিউটারাইজড পদ্ধতিতে প্রদান করা হয়।
ব্যবপক আনুষ্ঠানিকতায় সপ্তাহব্যাপী “স্কুল সপ্তাহ” উদযাপন - সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
- বার্সিক ক্রীড়া প্রতিযোগিতা
- বার্ষিক মিলাদ
- স্কুল সপ্তাহের সমাপনী দিবসে বিভিন্ন প্রতিযোগীতায় ১ম,২য়, ও ৩য় স্থান অধিকারীদের মধ্যে পুরস্কার বিতরণ ও বার্ষিক পরীক্ষার বিভিন্ শ্রেণিতে ১ম,২য় ও ৩য় স্থান অধিকারীদের মেধা পুরস্কার এবং প্রাইমারী, জে.এস.সি. ও জি.পি.এ-৫.০০ ও বৃত্তি প্রাপ্ত এবং এস.এস.সি. তে জি.পি.এ- ৫.০০ পেয়ে উত্তীর্ণদের মধ্যে পুরস্কার বিতরণ করা।
স্কুল ড্রেস,ব্যাজ ও আইডি কার্ড - পরিস্কার পরিচ্ছন্ন স্কুল ইউনিফর্ম পরিধান করে ছাত্র-ছাত্রীদের স্কুলে আসা।
- বালক: সাদা সার্ট,নেভি ব্লু প্যান্ট, সাদা মোজাসহ সাদা জুতা।
- বালিকা: সাদা সার্ট, নেভি ব্লু টিউনিক, সাদা পায়জামা, সাদা জুতা ও মোজা, মাথায় সাদা স্কার্ফ, বোরকা হলে-নেভী ব্লু বোরকা ও সাদা হিজাব।
- নির্ধারিত ব্যাজ ও আইডি ব্যবহার।
অন্যান্য সুবিধা - নামাজ পড়ার জন্য নির্ধারিত কক্ষ আছে।
- ক্যান্টিন ব্যবস্থা চালু আছে।
- নতুন দু’তুলা (৫০০ বর্গফুট) বিশিষ্ট বিল্ডিং তৈরীর কাজ দ্রুত সম্পন্ন হচ্ছে এতে ৪টি শ্রেণি কক্ষ ও দু’তলায় অডিটরিয়াম থাকবে।
- ছাত্র-ছাত্রীদের খেলাধূলার পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে।
- অভিভাবকের বসার ব্যবস্থা রয়েছে।
সিলেবাস ও ফলাফল প্রদান - একাডেমিক কমিটি কর্তৃক প্রস্তুতকৃত এস.এস.সি, জে.এস.সি. ও প্রথমিক সমাপনী পরীক্ষা বোর্ড নির্দেশনা সহ সিলেবাস প্রণয়ন এবং সকল শ্রেণির ছাত্র-ছাত্রীদের মধ্যে বিতরণ।
- অর্ধ বার্ষিক ও বার্ষিক পরীক্ষার ফলাফল কম্পিউটারাইজ করে ছাত্র-ছাত্রীদের প্রদান এবং বিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ফলাফল ডাউন লোড করার ব্যবস্থা আছে।
গার্লসগাইড/স্কাউট/যুব রেড ক্রিসেন্ট দলে অংশগ্রহণের সুযোগ
বিজ্ঞান/মানবিক/ব্যবসায় শিক্ষা বিভাগে পড়ার সুযোগ
কৃষি/গার্হস্থ্য/কম্পিউটার শিক্ষা বিভাগে পড়ার সুযোগ
স্কুলের ভবিষৎ উন্নয়নের পরিকল্পনা
- সকল পর্যায়ে আই.সি.টি. ব্যবহার করার লক্ষ্যে বৃহৎ ল্যাবঃ করা।
- প্রত্যেক ক্লাস রুমে প্রজেক্টার ও কনটেন্ট ব্যবহার করে ক্লাস নেয়া।
স্কুলর ছাত্র/ছাত্রীদের পাবলিক পরীক্ষার ফলাফল অধিকতর ভালো করা এবং ভৌত অবকাঠামো বৃদ্ধি ও সৌন্দর্য্য বর্ধন।