Admission Rules

ভর্তি সংক্রান্ত তথ্যাবলী

  • ভর্তি ইচ্ছুক প্রার্থীদের বিদ্যালয়ের নির্ধারিত ফরমে হাতে হাতে অথবা Online-এ আবেদন করা যাবে।স্কুলের ওয়েব সাইট www.kbhsmym.edu.bd
  • ভর্তির আবেদন ফরম বাবদ ১৫০/- এবং প্রসপেক্টর বাবদ ১০০/- মোট=২৫০/-(দুইশত পঞ্চাশ) টাকা মাত্র পরিশোধ করতে হবে।
  • ভর্তির আবেদন ফরম বিতরণ, জমা নেওয়ার তারিখ ও সময়: ২০ ডিসেম্বর ২০১৫ রবিবার থেকে ০৪ জানুয়ারি ২০১৬ সোমবার অফিস চলাকালীন সকাল ১০.০০ ঘটিকা হতে বিকাল ২.০০ ঘটিকা পর্যন্ত। তবে, সরকারী ছুটির দিন এবং অনিবার্য কারণে স্কুল বন্ধ থাকলে ভর্তি ফরম ঐ তারিখ/তারিখসমূহে বিতরণ ও জমা নেয়া বন্ধ থাকবে।
  • লিখিত পরিক্ষা : ক) তৃতীয় শ্রেণি ১.০০ (এক ঘন্টা), ৪র্থ থেকে ৮ম শ্রেণি পর্যন্ত ২.০০(দুই)ঘন্টা। খ) ৯ম শ্রেণিতে ভর্তিচ্ছুকদের জে. এস. সি/জে.ডি.সি এর ফলাফলের ভিত্তিতে (জিপিএ)সাক্ষাৎকারের মাধ্যমে প্রয়োজনীয় কাগজ-পত্র ও তথ্যাদি যাচাই পূর্বক ভর্তি করা হবে। সাক্ষাতকার গ্রহণ: ১১ জানুয়ারি ২০১৬ সোমবার সকাল ১১.০০টা
  • লিখিত পরিক্ষার তারিখ ও সময়: ১০ জানুয়ারি ২০১৬ তারিখ রবিবার সকাল ১১.০০ ঘটিকা হতে ১.০০ ঘটিকা পর্যন্ত।
  • ফলাফল প্রকাশের তারিখ ও সময়: ১৩ জানুয়ারি ২০১৬ তারিখ বুধবার ০২.০০ ঘটিকা।
  • যে শ্রেণিতে ভর্তি হতে ইচ্ছুক সে শ্রেণির পূর্ববর্তী শ্রেণির পাঠ্যপুস্তক থেকে প্রশ্ন থাকবে।
  • ভর্তির আবেদন ফরমের নির্দিষ্ট স্থানে পাসপোর্ট সাইজের ২(দুই) কপি ছবি সংযোজন করতে হবে।
  • ভর্তি পরিক্ষায় নির্বাচিত ছাত্র-ছাত্রীদের ভর্তির সময় ৩য় শ্রেণি থেকে ৮ম শ্রেণি পর্যন্ত পূর্ববর্তী বিদ্যালয়ের নম্বরফর্দ,প্রশংসা পত্র ও ছাড়পত্র ভর্তি ফরমের সাথে যুক্ত করতে হবে। ৯ম শ্রেণির ক্ষেত্রে জেএসসি/জেডিসি এর ট্রান্সক্রিপ্টের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।
  • কৃষি বিশ্ববিদ্যালয় হাই স্কুলের ২০১৫ সালের বার্ষিক পরীক্ষায় অনুপস্থিত অথবা অনুত্তীর্ণ ছাত্র-ছাত্রীরা ভর্তি পরিক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।
  • ভর্তির ব্যাপারে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত এবং কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত ফি প্রদান করতে হবে।
  • ভর্তি পরিক্ষা বহু নির্বাচনি ও রচনামূলক পদ্ধতিতে হবে। বহুনির্বাচনি অংশের সঠিক উত্তর এবং রচনামূলক অংশের উত্তর খাতায় লিখতে হবে।
  • ভর্তির তারিখ: ১৬ জানুয়ারি ২০১৬ শনিবার থেকে ১৮ জানুয়ারি ২০১৬ সোমবার স্ব স্ব শ্রেণেতে সকাল ৮.৩০ ঘটিকায়।
  • লিখিত পরীক্ষার মান বন্টন: শ্রেণি বিষয় নম্বর ৩য় শ্রেণি বাংলা ১৫ ইংরেজি ১৫ গণিত ২০ ৪র্থ থেকে ৮ম শ্রেণি পর্যন্ত বাংলা ৩০ ইংরেজি ৩০ গণিত ৪০