College Rules

ছাত্র-ছাত্রীদের আচরণ বিধি ও নির্দেশনাবলী

০১. স্কুল প্রাঙ্গণে বা শ্রেনি ককেষ কোন অশালীন আচরণ করা যাবে না। ফুল ও ফল গাছ নষ্ট করা নিষেধ।
০২. সমাবেশ শুরর কমপক্ষে ১৫ মিনিট আগে আসতে হবে যথারীতি সমাবেশে যোগ দেবে এবং সমাবেশ শুরুর সাথে সাথে স্কুলের মূল গেইট বন্ধ হয়ে যাবে। সমাবেশ চলাকলীন সময়ে কোন ছাত্র-ছাত্রী বিদ্যালয়ে প্রবেশ করতে পারবে না।
০৩. স্কুলের কোন সম্পদ কেউ নষ্ট করতে পারবে না এর্ব কাউকে ষ্ট করতে দেখলে সাথে সাথে কর্তৃপক্ষকে জানাবে।
০৪. স্কুলের দেয়ালে,দরজায়,জানালায় বা ডেস্কে কোন প্রকার লেখা যাবে না। স্কুল প্রাঙ্গণ বা শ্রেণি কক্ষ কোন ভাবে অপিরিচ্ছন্ন করতে পারবে না।
০৫. ছুটির ঘন্টা বাজলে হৈ-চৈ না করে শৃঙ্খলার সাথে শ্রেণি কক্ষ ত্যাগ করবে।
০৬. বিনা অনুমতিতে কোন ছাত্র-ছাত্রী স্কুল ত্যাগ করতে পারবে না।
০৭. একাধারে একদিনের বেশী অনুপস্থিত থাকতে হলে আগেই ছুটি নিতে হবে। সকল ছুটির আবেদনপত্রে অবশ্যই অভিবাকের স্বাক্ষর থাকতে হবে।
০৮. কোন ছাত্র-ছাত্রী একই ক্লাসে দু’বার ফেল করলে সে বিদ্যালয়ে পুনরায় অধ্যয়ন করার সুযোগ পাবে না।
০৯. কোন ছাত্র-ছাত্রী উপরোক্ত যে কোন এক বা একাধিক বিধি লংঘন করলে বা স্কুলের শৃঙ্খলা বিরোধী কোন কাজ করলে তার ব্যাপারে কতৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
১০. এক শিক্ষাবর্ষে নির্ধারিত সবকটি পরীক্ষায় সকল ছাত্র-ছাত্রীর অংশগ্রহণ বাধ্যতামূলক।
১১. উপযুক্ত ও সন্তোষজনক কারণ ছাড়া ক্লাসে উপস্থিতির হার ৭৫% এর কম হলে উক্ত ছাত্র-ছাত্রীরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।
১২. বিনা অনুমতিতে ক্লাসে অনুপস্থিত থাকলে ৫.০০ টাকা এবং সউল পালালে ১০.০০ টাকা জরিমনা দিতে হবে।
১৩. প্রতিমাসের নির্ধারিত তারিখে বেতন পরিশোধ করতে হবে।
১৪. স্কুলের নির্ধারিত পোশাক ছাড়া স্কুল পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।
১৫. জাতীয় দিবসগুলার কর্মসূচীতে অংশগ্রহণ বাধ্যতামূলক।